Thursday, September 24, 2015

এক সুবিধাবাদীর বিবরণ

1. নিরপেক্ষ অবস্থান রাখার দরকার
নিরপেক্ষ অবস্থান রাখেন এমন এক ব্যক্তির সাথে ঘনিষ্ঠতা তৈরী করা
2. তাতে দলবাজরা চটে গেল।
3. বেগতিক দেখে আড়ালে আবডালে তাদের সঙ্গে কথা বলা
4. কথার চাতুরিতে তাদের মুগ্ধ করা
5. পরিপাটী পোষাক সুপ্রসাধিত চেহারা দিয়ে মেয়ে মহলে চাহিদা তৈরী করা রহস্যময় হাসি আর কথা দিয়ে মোহিনী মায়া সৃষ্টি করা
6. এবার নিরপেক্ষ খুঁটির চাকরির মেয়াদ সমাপ্ত প্রায়
7. দ্বিতীয় শ্রেণীর এক নিরপেক্ষ পাকরাও করা
8. তাকে সাহিত্য আলোচনার টোপ দেওয়া
9. সাহিত্য আলোচনায় এত আগ্রহ যে মাঝে মাঝে প্রথম নিরপেক্ষকেও লঙ্ঘন করা
10. এবার নিরপেক্ষতার খোলস ছেড়ে বেরনোর সময়
11. তাই হোয়াট্স্ অ্যাপের নম্বর যোগাড় করা
12. এরা হল নতুন প্রজন্মের মধ্যবয়স্ক গোষ্ঠী ।

No comments:

Post a Comment